ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ভোক্তা অধিকার দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
খাগড়াছড়িতে ভোক্তা অধিকার দিবস পালিত ভোক্তা অধিকার দিবসে খাগড়াছড়িতে র‌্যালি। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: ‘নিরাপদ মানসম্মত পণ্য’ প্রতিপাদ্যে খাগড়াছড়িতে আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


 
সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী চাহেল তস্তরী, আবুল হাসেম, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি আবু তাহের মাহমুদ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লিয়াকত আলী চৌধুরী প্রমুখ ।
 
সভায় বক্তারা ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন হতে সব নাগরিকের প্রতি আহ্বান জানান।
 
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।