শুক্রবার (১৫ মার্চ) হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
ইকরাম আলী মিয়া জানান, বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে হাজারীবাগ টালি অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, নুন্নী হাজারীবাগ থানার তালিকাভুক্ত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে ভাসমান অবস্থায় থেকে সে মাদক ব্যবসা করে আসছে।
এ ঘটনায়ও তার বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ, ২০১৯
এমএমআই/ওএইচ/