শুক্রবার (১৫ মার্চ) দুপুরে এ যানজট ভয়াবহ আকার ধারণ করে। বিকেলের পর থেকেই যানজট ধীরে ধীরে কমতে শুরু করেছে।
সকাল থেকে যানজট শিমরাইল মোড় থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত ব্যাপক আকার ধারণ করেছিল। যানজট নিয়ন্ত্রণে সকাল থেকে ট্রাফিক পুলিশের পাশাপাশি পুলিশ সদস্যরাও সহায়তা করে।
জেলা ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মোল্যা তাসনিম হোসেন জানান, একসঙ্গে তিনদিনের ছুটিতে অনেকেই গ্রামের বাড়ি ফিরছেন তাই যানবাহনের চাপ বেশি থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এর মধ্যে মেঘনা ব্রিজে একটি যান নষ্ট হওয়ায় রাত থেকেই এ জটের সৃষ্টি হয়। এখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।
**ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
এসএইচ