ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ক্রাইস্টচার্চে হামলায় ৩ বাংলাদেশি নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
ক্রাইস্টচার্চে হামলায় ৩ বাংলাদেশি নিহত ক্রাইস্টচার্চে দুই মসজিদে বর্বরোচিত সন্ত্রাসী হামলা পরবর্তী পরিস্থিতি, ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় তিন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আহতও হয়েছেন আরও একাধিক।

হামলায় হতাহতদের দেখতে শনিবার (১৬ মার্চ) সকালে নিউজিল্যান্ড যাচ্ছেন দেশটিতে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান ভূঁইয়া।

নিহতদের দু'জন হলেন- কৃষি অর্থনীতিবিদ ড. আবদুস সামাদ এবং সিলেটের হুসনে আরা পারভীন।

তার স্বামীর নাম ফরিদ উদ্দিন আহমদ। তিনি অল্পের জন্য বেঁচে যান।

শুক্রবার (১৫ মার্চ) ক্যানবেরার হাইকমিশন থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একইসঙ্গে হাইকমিশন জানিয়েছে, ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে নিউজিল্যান্ডে সফররত বাংলাদেশ ক্রিকেট দলের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে দেশটি। এছাড়া সার্বক্ষণিকভাবে এ ঘটনার ওপর নজর রাখছে ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন।

জরুরি প্রয়োজনে কনসাল শফিকুর রহমান ভূঁইয়ার (ফোন+ ৬৪ ২১০ ২৪৬ ৫৮১৯) সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে অবস্থিত ডিনস অ্যাভ মসজিদ ও লিনউড মসজিদে এবং আরেকটি স্থানে এ হামলা হয়। এতে অন্তত ৪৯ জন নিহত হন। এদের মধ্যে তিনজন বাংলাদেশি। আহত হয়েছেন আরও ৪৯ জন। এদের মধ্যেও একাধিক বাংলাদেশি। তবে বর্বরোচিত হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান দেশটিতে সফররত বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
টিআর/টিএ

আরও পড়ুন

** ডানেডিনের পরিকল্পনা পরিবর্তন করে ক্রাইস্টচার্চে হামলা!
** ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ৪৯
** এমন অভিজ্ঞতার মুখে আগে পড়িনি: মুশফিক
** ক্রাইস্টচার্চ টেস্ট বাতিল, ফিরে আসছে বাংলাদেশ দল
** ম্যানিফেস্টোতে ‘সন্ত্রাসী হামলা’ লিখেছেন হামলাকারী
** ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় প্রধানমন্ত্রীর শোক
** ‘সম্পূর্ণ নিরাপত্তা দিতে পারলে খেলতে যাবে বাংলাদেশ’
** ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহত ৬, অক্ষত বাংলাদেশ দল
** ক্রাইস্টচার্চে হামলায় দুই বাংলাদেশি নিহত: হাইকমিশনার
** ক্রাইস্টচার্চে মসজিদে হামলা, নামাজে গিয়েছিলেন তামিমরা
** ম্যানিফেস্টোতে ‘সন্ত্রাসী হামলা’ লিখেছেন হামলাকারী
** স্কুলে আটকা পড়েছেন নিউজিল্যান্ডের খেলোয়াড়
** ক্রাইস্টচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলা, নিহত ৪০

** কে এই হামলাকারী, কেন এই হামলা
** দুই বছর ধরে হামলার পরিকল্পনা করে ব্রেন্টন
** ক্রাইস্টচার্চে হামলার নিন্দা বিশ্ব নেতাদের
** নিউজিল্যান্ডে ইতিহাসে প্রথমবার সর্বোচ্চ নিরাপত্তা জারি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।