ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে পিকআপ চাপায় চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
রূপগঞ্জে পিকআপ চাপায় চালকের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিকআপভ্যান চাপায় আব্দুর রহমান (৪৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার কাঞ্চন সেতুর পশ্চিম পাশে এশিয়ান হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। আব্দুর রহমান চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রোস্তমপুর এলাকার মৃত হাকিম আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল আলম বাংলানিউজকে জানান, দুপুরে কাঞ্চন সেতুর পশ্চিম পাশে এশিয়ান হাইওয়ে সড়কের ঢালে নিজের পিকআপভ্যানের ইঞ্জিন চালু রেখে আরেক চালকের সঙ্গে কথা বলছিলেন আব্দুর রহমান। পরে পেছনে ফিরে তিনি দেখতে পান তার পিকআপভ্যানটি খাদের দিকে চলে যাচ্ছে। এসময় চলন্ত পিকআপে উঠতে গিয়ে চাকার নিচে পড়ে তার মৃত্যু হয়। পিকআপটি খাদে পড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।