শুক্রবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নুরজাহান উপজেলার রামকৃষ্ণপুরের লাল মিয়ার স্ত্রী।
স্থানয়ীরা জানায়, টেকেরহাট থেকে কালনাগামী যাত্রীবাহী একটি বাস বনগ্রাম বাজার এলাকায় পৌঁছালে ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা চালকসহ ঘাতক বাসটি আটক করে পুলিশে সোপর্দ করে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল পাশা বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অন্যদিকে, এদিন সকালে মুকসুদপুরের দাশের হাট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় দুলাল ভৌমিক (৫৫) নামে এক দৃষ্টি প্রতিবন্ধিকে একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৮৩৫, মার্চ ১৫, ২০১৯
এসআরএস