শুক্রবার (১৫ মার্চ) ভোরে জেলার সদর উপজেলার ইসলামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোস্তফা উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইদুল মাঝিরগাঁও এলাকার মৃত সেতু মণ্ডলের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন) ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করেন।
বাংলানিউজকে তিনি জানান, বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে বাড়ির পাশে ফুটবল খেলা দেখছিলো শিশুটি। এসময় মোস্তফা শিশুটিকে ফুসলিয়ে একটি লেবু বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে ঘটনাটি জানাজানি হলে এদিন রাতেই শিশুটির মা মোস্তফাকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত মোস্তফা ওরফে মোস্তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্ ১৫, ২০১৯
এসআরএস