ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করতে হবে কেক কেটে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন, ছবি: বাংলানিউজ

বরিশাল: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ একই সূত্রে গাঁথা। তাই বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যেতে হবে।

রোববার (১৭ মার্চ) হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।

ববি উপাচার্য বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক।

বাংলাদেশ বললে বঙ্গবন্ধুর নাম আসে। তিনি শুধু বাংলাদেশের নেতা নয়, তিনি বিশ্বের নেতা।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা আর শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ একই সূত্রে গাঁথা। কাজেই বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে চেয়েছিলেন, তা বিনির্মাণে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই আমাদের যার যার অবস্থান থেকে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে যেতে হবে। আজকের দিনে এ হোক আমাদের অঙ্গীকার।  

দিবসটি উপলক্ষে কর্মসূচির শুরুতে সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অস্থায়ীভাবে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষাবিদ প্রফেসর ড. এস এম ইমামুল হক।  

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, চেয়ারম্যান, প্রভোস্ট, পরিচালক, দফতর প্রধান ও শিক্ষক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।  

উপাচার্য পুষ্পস্তবক অর্পণের পরপরই বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ ববি শাখা, বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হল, ২৪টি বিভাগ, ছাত্রলীগ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রশাসনিক ভবন-২ এর ৬ষ্ঠ তলায় নবনির্মিত ‘জীবনানন্দ দাশ কনফারেন্স কমপ্লেক্স’ এর উদ্বোধন করেন উপাচার্য।

এছাড়া দিনটি উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় শিশুযত্ন কেন্দ্রের আয়োজনে বেলা ১১ টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং বিজয়ী শিশুদের মধ্যে সম্মাননা সনদ ও পুরস্কার বিতরণ করেন ববি উপাচার্য।

প্রতিযোগিতায় বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানসহ দেড় শতাধিক শিশু-কিশোর অংশ নেয়। প্রতিযোগিতা শেষে উপাচার্য উপস্থিত শিশুদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকীর কেক কাটেন।

বাংলা‌দেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।