ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ৮ জুয়াড়িসহ আটক ১০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
ময়মনসিংহে ৮ জুয়াড়িসহ আটক ১০

ময়মনসিংহ: ময়মনসিংহে ৮ জুয়াড়িসহ মোট ১০ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

রোববার (১৭ মার্চ) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ময়মনসিংহ সদরের বোররচর এলাকা থেকে নগদ ১৪শ টাকা ও জুয়া খেলার সামগ্রীসহ আটজনকে এবং শম্ভুগঞ্জ এলাকা থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়।

আটক ১০জন হলেন- জুয়াড়ি সেলিম মিয়া (২৬), সোহরাব আলী (৩২), সেলিম (৩৫), মোহাম্মদ আলী (৩৫), নাজিম উদ্দিন (৫২), আলম মিয়া (৪০), মিলন মিয়া (২৬), তফিল মিয়া (৫৫), মাদকবিক্রেতা উজ্জল মিয়া (২১) ও মাসুদ রানা (২৪)।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।