ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৮৫০ গ্রাম গাঁজাসহ আমির হোসেন (৪২) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৪) সদস্যরা।
রোববার (১৭ মার্চ) দুপুরে র্যাব থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ময়মনসিংহ র্যাব-১৪ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) হাফিজুল ইসলাম বাবু জানান, শনিবার (১৬ মার্চ) উপজেলার আছিমের বিদ্যানন্দ বাজার এলাকা থেকে ৮৫০ গ্রাম গাঁজাসহ ওই মাদকবিক্রেতাকে আটক করা হয়।
পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফুলবাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এমএএএম/এএটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।