রোববার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে তারা শ্রদ্ধা জানান।
এরপর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) মহাসচিব শাবান মাহমুদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য নেতৃত্বে সংগঠনগুলো আলাদা আলাদাভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এদিকে, দুপুরে এ উপলক্ষে মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।
এসময় সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য শাখাওয়াত হোসেন, কোষাধ্যক্ষ খান মো. নজরুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য জিলানি মিল্টন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এসএমএকে/আরবি/