রোববার (১৭ মার্চ) দুপুরে চকরিয়া থানা সম্মেলন কক্ষে সোমবার অনুষ্ঠিতব্য নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
এসময় তিনি আরও বলেন, চকরিয়া উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে।
ব্রিফিং প্যারেডে অন্যদের মধ্যে রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমেদ, চকরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ও নির্বাচনে নিয়োজিত সব পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, ১৭ মার্চ, ২০১৯
এসবি/আরআর