ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ফের আন্দোলনে ভোট বর্জনকারী প্যানেলগুলো

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
ফের আন্দোলনে ভোট বর্জনকারী প্যানেলগুলো মধুর ক্যান্টিনে ভোট বর্জনকারীদের সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলনে যাচ্ছে ভোট বর্জনকারী প্যানেলগুলো। পাঁচ দফা দাবিতে উপাচার্য কার্যালয় ঘেরাও করার কর্মসূচি দিয়েছে তারা।

রোববার (১৭ মার্চ) বিকেল ৫টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ কর্মসূচি ঘোষণা করেন স্বতন্ত্র জোটের ভিপি পদের প্রার্থী অরণি সেমন্তি খান। এসময় উপস্থিত ছিলেন স্বতন্ত্র জিএস প্রার্থী আসিফুর রহমান, উম্মে হাবিবা বেনজির প্রমুখ।



পাঁচটি দাবি হলো- বিতর্কিত ডাকসু নির্বাচন বাতিল, পুনঃতফসিল ঘোষণা, ব্যর্থ ভিসির পদত্যাগ, মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার।

সোমবার (১৮ মার্চ) একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে উল্লেখ করে অরণি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে। আমরা ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ে অবস্থান নেবো।

নির্বাচন বর্জন করে পুনর্নির্বাচনের দাবিতে প্রশাসনকে তিনদিনের আল্টিমেটাম দিয়েছিল পাঁচটি প্যানেল। প্যানেলগুলো হলো- কোটা সংস্কার আন্দোলনকারীদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বামপন্থি ছাত্র সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ, স্বতন্ত্র জোট সমর্থিত, ছাত্র ফেডারেশন সমর্থিত প্যানেল।

***ফের পুনর্নির্বাচনের দাবি ভিপি নুরের প্যানেলের
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।