রোববার (১৭ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নানা কর্মসূচির কথা জানানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরের বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে দেশ সেবায় আত্মনিয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানান।
এ সময় বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা করেন লে. কর্নেল মো. আমিনুল হক, সুবেদার দেলোয়ার হোসেন ও সিপাহী মোসা. ফাহিমা খাতুন।
এছাড়া, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
দিবসের কর্মসূচি অনুযায়ী দেশজুড়ে বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা এবং ‘সতীর্থ এসো সত্যাশ্রয়ে জাতির পিতা বঙ্গবন্ধু’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
পিএম/এএ