ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন বিজিবির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন বিজিবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০১৯ পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ

ঢাকা: নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০১৯ পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৭ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নানা কর্মসূচির কথা জানানো হয়।

কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরের বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে আলোচনা অনুষ্ঠান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে দেশ সেবায় আত্মনিয়োগের জন্য সবার প্রতি আহ্বান জানান।

এ সময় বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা করেন লে. কর্নেল মো. আমিনুল হক, সুবেদার দেলোয়ার হোসেন ও সিপাহী মোসা. ফাহিমা খাতুন।

এছাড়া, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা, রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

দিবসের কর্মসূচি অনুযায়ী দেশজুড়ে বিজিবির সব রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা এবং ‘সতীর্থ এসো সত্যাশ্রয়ে জাতির পিতা বঙ্গবন্ধু’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।