ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে বাঁশঝাড়ের পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
মানিকগঞ্জে বাঁশঝাড়ের পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী গ্রামের একটি বাঁশঝাড়ের পাশ থেকে জীবিত এক নবজাতককে (ছেলে) উদ্ধার করেছে স্থানীয় সৌদি প্রবাসী নিজামউদ্দিনের স্ত্রী পুষ্প বেগম।

রোববার (১৭ মার্চ) সকালে নবজাতকটি উদ্ধার করা হয়। নবজাতকটি সুস্থ আছে।

 
 
এলাকাবাসী জানায়, সকালে হাঁটতে বের হলে বাড়ি থেকে কিছু দূরে একটি বাঁশঝাড়ের পাশে একটি নবজাতকের কান্নার শব্দ শুনতে পান পুষ্প। এসময় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান তিনি।  

সদর উপজেলার দিঘী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফুলচাঁন মিয়া বাংলানিউজকে জানান, কুড়িয়ে পাওয়া ছেলে নবজাতককে পুষ্প বেগমের হেফাজতে রাখা হয়েছে। নবজাতকটি সুস্থ আছে।  

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৯
কেএসএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।