রোববার (১৭ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে টাঙ্গাইল জেলার ভুয়াপুর এলাকায় বঙ্গবন্ধু সেতু পূর্বপারে ২৮ নং পিলারের উপর এ দূর্ঘটনা ঘটে।
নিহত মামুন সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের চর হাসনা গ্রামের বাসিন্দা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি লরি সেতুর ২৮ নং পিলারের কাছে পৌঁছলে পেছেন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মামুন শেখ যাত্রী মারা যান। আহত হন আরও তিনজন।
খবর পেয়ে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরপরই সেতুর উপর থেকে লরি সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে সেতুতে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২৩১৮ ঘন্টা, মার্চ ১৭, ২০১৯
এইচএমএস/এমকেএম