রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় টঙ্গী নিরাশপাড়া এলাকায় তাদের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত গার্মেন্টস শ্রমিক কুড়িগ্রামের রাজারহাট থানা এলাকার রুহুল আমীনের স্ত্রী দুলালী আক্তার (৩৫)।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, টঙ্গীর নিরাশপাড়া এলাকায় একটি বাসায় ভাড়া থেকে রুহুল আমীন রিকশা চালাতো আর তার স্ত্রী দুলালী আক্তার গার্মেন্টসে চাকরী করতো। রোববার বেতন পায় দুলালী আক্তার। সন্ধায় বাসায় ফিরলে ওই বেতনের টাকা নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে দুলালী আক্তারকে হত্যা করে তার স্বামী রুহুল আমীন পালিয়ে যায়।
তিনি জানান, খবর পেয়ে রাত ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে দুলালী আক্তারকে।
বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯।
আরএস/এইচএমএস/এমকেএম