ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হামলায় আহত ইউপি চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে মেয়র লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
হামলায় আহত ইউপি চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে মেয়র লিটন ছবি: বাংলানিউজ

রাজশাহী: সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত পাবনার ইউপি চেয়ারম্যান এসএইচ কামরুজ্জামান খোকনকে হাসপাতালে দেখতে গেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন।

রোববার (১৭ মার্চ) রাত আটটায় তাকে দেখতে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে যান তিনি।

হাসপাতালে দেখতে গিয়ে চেয়ারম্যান কামরুজ্জামানের শারীরিক অবস্থা ও চিকিৎসা ব্যবস্থার সার্বিক খোঁজখবর নেন মেয়র।

এছাড়া যে কোনো ধরনের সহযোগিতার আশ্বাসও দেন। এসময় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (১৬ মার্চ) রাতে পাবনার চাটমোহর থানার নিমাইচরা ইউনিয়নের চেয়ারম্যান এসএইচ কামরুজ্জামান খোকনের ওপর সস্ত্রাসীরা অর্তকিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১নং ওয়ার্ডে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এসএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।