রোববার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বিকেলে একটি জিপ গাড়ি নির্বাচনী সরঞ্জাম ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে ফাইতং ইউনিয়নের পোলাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিল।
আহতদের মধ্যে যাদের নাম পরিচয় জানা গেছে তারা হলেন- এএসআই জসীম উদ্দিন (৪৫), আনসার সদস্য জুলেখা (২৫), আবুল হোসেন (৪৭), রফিকুল ইসলাম (৪০), আনসার সদস্য সালমা বেগম (২৫), সহকারী স্বাস্থ্য পরিদর্শক মৃণাল কান্তি বড়ুয়া, সহকারি শিক্ষক মো. ফারুক, পুলিশ কন্সটেবল মো. মহিউদ্দিন, পৌল রায় ও সাখাওয়াত হোসেন, গাড়ি চালক মো. জাফর, মো. রনি, তরিকুল ইসলাম, প্রিজাইডিং অফিসার মো. রুহুল আমিন (৫২) এবং সহকারী প্রিজাইডিং অফিসার কমল কিরণ চাকমা।
এদিকে পৃথক সড়ক দুর্ঘটনায় নাইক্ষ্যংছড়িতে নির্বাচনী কাজে নিয়োজিত দুই কর্মকর্তাসহ পাঁচ কলেজ শিক্ষক আহত হয়েছেন। সকালে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সরঞ্জাম গ্রহণ ও কলেজে দায়িত্ব পালনের জন্য নাইক্ষ্যংছড়িতে প্রবেশ পথে এ দুর্ঘটনার শিকার হন তারা।
লামা উপজেলা নিবাহী কমকর্তা নুর এ জান্নাত রুমি ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানউজকে জানান, চমেকে চিকিৎসাধীন অবস্থায় এক নারী আনসার সদস্যের মৃত্যু হয়েছে। বাকীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে গাড়িতে থাকা ব্যালট পেপারসহ যাবতীয় মালামাল অক্ষত আছে এবং বিকল্প জনবল দ্বারা ওই কেন্দ্রে ভোটগ্রহণ কাজ সম্পন্ন করা হবে।
বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা; মার্চ ১৮, ২০১৯
এইচএমএস/এমকেএম