ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ভোটের দায়িত্ব পালনের সময় প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
ভোটের দায়িত্ব পালনের সময় প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু 

নওগাঁ: ভোটগ্রহণের দায়িত্ব পালনের সময় নওগাঁর মহাদেবপুরে মাজেদুল ইসলাম (৫০) নামে একজন প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। 

সোমবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান। মাজেদুল ইসলাম উপজেলার পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত ছিলেন।

তিনি মহাদেবপুর হাজী দানেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।  

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে 
প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালনের জন্য তিনি ভোটকেন্দ্রে যান। দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে চিকিৎসার জন্য মান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।  

মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোবারক হোসেন পারভেজ বাংলানিউজকে জানান, মাজেদুল ইসলামের মৃত্যুর পর ওই কেন্দ্রে অন্য প্রিজাইডিং কর্মকর্তাকে নিযুক্ত করা হয়েছে এবং যথাসময়ে ভোটগ্রহণ চলছে।  

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।