সোমবার (১৮ মার্চ) ভোর রাতে মার্জিনার স্বামীর বাড়ির পাশের একটি মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মার্জিনা সদর উপজেলার ফুলতলার পুর্বপাড়া গ্রামের মোহাম্মাদ আলী শেখের স্ত্রী।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সোমবার ভোর রাতে একটি মৎস্য ঘের থেকে মার্জিনার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মৎস্য ঘেরে ফেলে রেখে গেছে।
মর্জিনার ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
আরএ