সোমবার (১৮ মার্চ) সকালে ওই কেন্দ্রের আবাসিক এলাকার ব্যাচেলর কোয়াটার থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। রেজাউল নওগাঁ জেলা সদরের দয়ালের মোড় এলাকার ইয়াকুব আলীর ছেলে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, রেজাউল তাপবিদ্যুৎ কেন্দ্রে হেলপার (সাহায্যকারী) হিসেবে কর্মরত ছিলেন।
পার্বতীপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লিপি খাতুন বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এসআরএস