ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ৫ ক্যান্সার আক্রান্তকে সহায়তার চেক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
হবিগঞ্জে ৫ ক্যান্সার আক্রান্তকে সহায়তার চেক বিতরণ সহায়তার চেক বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের পাঁচজন ক্যান্সার আক্রান্ত রোগীকে চিকিৎসা সহায়তার আড়াই লাখ টাকার চেক দেওয়া হয়েছে।

সোমবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির তার বাসভবনে চেকগুলো হস্তান্তর করেন। অসুস্থদের পক্ষ থেকে তাদের পরিবারের সদস্যরা এ চেক গ্রহণ করেন।

 

এসময় শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা আবু নাঈম মৃধাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সহায়তাপ্রাপ্তরা হলেন- যশেরআব্দা এলাকার মৃত আবুধন সরকারের ছেলে হরিধন সরকার, উত্তর শ্যামলী এলাকার মৃত আজিজুল হকের ছেলে মো. রশিদ মিয়া, রামকৃষ্ণ মিশনরোড এলাকার প্রদীপ কুমার পালের মেয়ে শ্যামলী রাণী পাল, নাতিরপুর এলাকার আলফজ আলীর ছেলে মোছা. মমরাজ আক্তার ও মাহমুদাবাদ এলাকার মৃত হাসান আলীর মেয়ে ছায়া খাতুন।  

সমাজসেবা কর্মকর্তা আবু নাঈম বাংলানিউজকে বলেন, উল্লেখিত সবাই দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎধীন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পাঁচটি বিশেষ রোগের আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় এদের প্রতিজনকে ৫০ হাজার করে মোট আড়াই লাখ টাকার সহায়তা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।