সোমবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হেনা উপজেলার কামারটেক এলাকার মোসলেহ উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা সুপারের যাত্রীবাহী একটি বাস ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে কিশোরগঞ্জ যাচ্ছিলো। পথে চৈতন্য বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার জন্য দাড়িয়ে থাকা হেনাকে বাসটি চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাইওয়ে পুলিশের সহযোগিতায় নরসিংদী জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইটাখোলা হাইওয় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৯
এসআরএস