পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ (বুধবার) সকালে শান্ত পরীক্ষা দিতে মাধবদী ডিজিটাল কলেজে যায়। কিন্তু পরীক্ষা দিয়ে সে আর বাড়িতে ফিরে আসেনি।
নিখোঁজ কলেজছাত্রের বাবা জোনায়েদ হোসেন বাংলানিউজকে বলেন, ‘গত ছয়দিন ধরে আমরা তার (শান্ত) কোনো সন্ধান পাচ্ছি না। সে কোথায় এবং কি অবস্থাতে আছে আমরা জানি না। আমাদের প্রতিটি সময় এখন উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে কাটছে। ’
মঙ্গলবার (১৯ মার্চ) মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বাংলানিউজকে বলেন, কলেজছাত্র শান্ত নিখোঁজের বিষয়টি আমরা শুনেছি। ওই কলেজছাত্রের পরিবারকে থানার অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তাকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
জিপি