ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মাধবদীতে কলেজছাত্র ৬ দিন ধরে নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
মাধবদীতে কলেজছাত্র ৬ দিন ধরে নিখোঁজ

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে মেহেদী হাসান শান্ত (১৮) নামে এক কলেজছাত্র ছয়দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শান্ত মাধবদী ডিজিটাল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও মাধবদীর ভগীরথপুর গ্রামের জোনায়েদ হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ মার্চ (বুধবার) সকালে শান্ত পরীক্ষা দিতে মাধবদী ডিজিটাল কলেজে যায়। কিন্তু পরীক্ষা দিয়ে সে আর বাড়িতে ফিরে আসেনি।

পরে পরিবারের লোকজন মাধবদী ও তার আশে-পাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ কলেজছাত্রের বাবা জোনায়েদ হোসেন বাংলানিউজকে বলেন, ‘গত ছয়দিন ধরে আমরা তার (শান্ত) কোনো সন্ধান পাচ্ছি না। সে কোথায় এবং কি অবস্থাতে আছে আমরা জানি না। আমাদের প্রতিটি সময় এখন উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে কাটছে। ’

মঙ্গলবার (১৯ মার্চ) মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বাংলানিউজকে বলেন, কলেজছাত্র শান্ত নিখোঁজের বিষয়টি আমরা শুনেছি। ওই কলেজছাত্রের পরিবারকে থানার অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে তাকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।