ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তার স্ত্রী-ছেলে নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
সিলেটে সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তার স্ত্রী-ছেলে নিহত

সিলেট: সিলেটে বেড়াতে এসে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে সেনা কর্মকর্তার স্ত্রী-ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে বিছানাকান্দি-জাফলং সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সেনাবাহিনীর সার্জেন্ট সোজা আহমদের স্ত্রী ইলোরা পারভীন (৩৮) ও তাদের ছেলে সাজিদ মিয়া (৬)।

এসময় দুর্ঘটনায় সোজা আহমদের পরিবারের সঙ্গে থাকা মাহিন ও সজিব নামে দুইজন আহত হয়েছেন।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, ঢাকা সেনানিবাস থেকে তারা সিলেটে বেড়াতে এসেছিলেন। বিছানাকান্দিতে বেড়াতে গিয়ে ফেরার পথে ঘটনাস্থলে পৌছলে ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল জলিল বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।