মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে মরাদেহগুলো হস্তান্তর করা হয়।
ঘটনার পরের দিন মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছিলো।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, খাগড়াছড়ি হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে এখন পর্যন্ত কারো পক্ষ থেকে মামলা না হলেও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। নির্বাচনে পরাজিতরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছে বলে যোগ করেন তিনি।
এদিকে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে জানিয়েছে নিহতের স্বজনরা।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
আরএ