ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজাপুরে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
রাজাপুরে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় গাছ থেকে পড়ে মো. গোফরান হাওলাদার (৩২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

গোফরান শুক্তাগড় এলাকার মৃত মকবুল হোসেন হাওলাদারের ছেলে।

মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলার শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

শুক্তাগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হক মৃধা জানান, গোফরান বহুদিন থেকে গাছ কাটার শ্রমিকের কাজ করে আসছেন। মঙ্গলবার সকালে ঘরের সামনের রেইনট্রি গাছ কাটতে গাছে উঠেন তিনি। গাছ কাটার শেষ সময় গাছটি হঠাৎ ভেঙে পড়ে যায়। গাছের সঙ্গে গোফরানও মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান মজিবুল হক মৃধা।

বাংলা‌দেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।