গোফরান শুক্তাগড় এলাকার মৃত মকবুল হোসেন হাওলাদারের ছেলে।
মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলার শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্তাগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হক মৃধা জানান, গোফরান বহুদিন থেকে গাছ কাটার শ্রমিকের কাজ করে আসছেন। মঙ্গলবার সকালে ঘরের সামনের রেইনট্রি গাছ কাটতে গাছে উঠেন তিনি। গাছ কাটার শেষ সময় গাছটি হঠাৎ ভেঙে পড়ে যায়। গাছের সঙ্গে গোফরানও মাটিতে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলেও জানান মজিবুল হক মৃধা।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৯
এমএস/ওএইচ/