ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় আনসার সদস্যের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
রাজধানীতে ট্রেনের ধাক্কায় আনসার সদস্যের মৃত্যু

ঢাকা: রাজধানীর মালিবাগে ট্রেনের ধাক্কায় মোশারফ হোসেন (৫০) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে মালিবাগের কমিউনিটি ক্লিনিকের পাশের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

নিহত মোশারফ হোসেনের বাড়ি খুলনার রুপসা উপজেলায়।

নিহতের জামাতা মোরশেদুল হক বাংলানিউজকে জানান, সকালে খিলগাঁও আনসার হেডকোয়ার্টার থেকে তার কর্মস্থল রমনা থানায় ফিরছিলেন। কোনো কাজে মালিবাগের ওই এলাকার রেললাইন পার হওয়ার সময় দু’দিক থেকে আসা দু’টি ট্রেনের মাঝখানে আটকা পড়ে তিনি। এরপর একটি ট্রেনের সঙ্গে মাথায় আঘাত লেগে পড়ে যায়। পরে পথচারীরা তাকে হাসপাতাল নিয়ে আসেন। তিনি আরও জানান, মোশারফ আনসারে প্লাটুন কমান্ডার ছিল (পিসি)। রমনা থানায় কর্মরত ছিলেন তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ বক্সের (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।