ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেলাবোতে কাভার্ডভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
বেলাবোতে কাভার্ডভ্যানের চাপায় স্কুলছাত্র নিহত 

নরসিংদী: নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডের কাছে কাভার্ডভ্যানের চাপায় রাব্বি (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত রাব্বি উপজেলার হোসেন নগর বিলপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

সে বেলাবো হোসেন আলী স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র।  

পুলিশ জানায়, সকালে রাব্বি বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে তার বাবার দোকানে যাচ্ছিল। পথে বারৈচা বাসস্ট্যান্ডের কাছে মহাসড়ক পার হওয়ার সময় ভৈরব থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় আশপাশের লোকজন ওই স্কুলছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানসহ চালককে আটক করা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।