বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন এ দণ্ডদাশে দেন। দণ্ডপ্রাপ্তরা সদর উপজেলা বিভিন্ন এলাকার বাসিন্দা।
ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, মাছের অভয়াশ্রমে জেলেরা যাতে ইলিশসহ কোনো মাছ শিকার করতে না পারে সেজন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মৎস্যবিভাগ ও কোস্টেগার্ডের একটি টিম মেঘনায় অভিযানে চালায়।
অভিযানিক দলটি রাত ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত মেঘনার তুলাতলী, কোড়ারখাল, হেতনা খাল ও ভোলার খাল পয়েন্ট থেকে মাছ ধরার অপরাধে ৩৩ জেলেকে আটক করে।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেকের এক বছর করে কারাদণ্ড দেন বলেও জানান তিনি।
মার্চ-এপ্রিল এ দুই মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এসময় নদীতে ইলিশসহ সব প্রজাতির মাছ ধরা, জাল ফেলা, পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
জিপি