ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ দাবি, এএসআই’র কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ দাবি, এএসআই’র কারাদণ্ড

ঢাকা: পাসপোর্টের ভেরিফিকেশনের সময় হাইকোর্টের একজন বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ দাবির অভিযোগে করা মামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাদিকুল ইসলামকে দুই বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামি সাদিকুল ইসলাম পুলিশের বিশেষ শাখায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই)  হিসেবে কর্মরত ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য তার বাসায় যান সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাদিকুল ইসলাম। বিচারপতির স্ত্রীর কাছে তিনি নিজের নাম আবদুস সালাম এবং পুলিশের এসআই বলে পরিচয় দেন। বিচারপতির স্ত্রীর কাছে দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য দুই হাজার টাকাও দাবি করেন এএসআই সাদিকুল ইসলাম। বিচারপতির স্ত্রী যাতায়াত খরচ বাবদ ৫০০ টাকা দিলে তিনি আরো দুই হাজার টাকা দাবি করে কথা কাটাকাটি করেন।

বৃহস্পতিবার আসামি সাদিকুল ইসলামকে সাজা পরোয়ানা ইস্যু করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এমএআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।