ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

করিমগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
করিমগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী প্রজ্ঞা মোস্তফার (২৬) মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।
 

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে উপজেলার উত্তর চানপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত প্রজ্ঞা মোস্তফা ওই এলাকার দেলোয়ার হোসেন মাহতাবের (৩৬) স্ত্রী।

দেলোয়ার হোসেন মাহতাব (৩৬) একই এলাকার মৃত ইমাম উদ্দিনের ছেলে।  

পুলিশ জানায়, উপজেলার উত্তর চানপুর গ্রামের কৃষক দেলোয়ার হোসেন মাহতাবের সঙ্গে ইটনা উপজেলার লাইমপাশা গ্রামের আহসান মাস্টারের মেয়ে মাস্টার্স পরীক্ষার্থী প্রজ্ঞা মোস্তফার (২৬) বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিন মাসের একটি সন্তান রয়েছে।

সম্প্রতি প্রজ্ঞা অন্য কারও সঙ্গে মোবাইলে কথা বলা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর থেকে স্ত্রীকে সন্দেহ করতে থাকেন স্বামী মাহতাব। এ নিয়ে দুপুরে দুই জনের মধ্যে কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। এক পর্যায়ে স্বামী মাহতাব ছুরি দিয়ে স্ত্রী প্রজ্ঞার মাথা ও ঘাড়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই স্ত্রী প্রজ্ঞা মারা যান। খবর পেয়ে পুলিশ স্বামী মাহতাবকে ছুরিসহ আটক করে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বাংলানিউজকে জানান, প্রজ্ঞার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

এ ব্যাপারে করিমগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।