বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে মুলাদী উপজেলার চর কালেখাঁ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আবুল কাশেম খান (৭৫)।
এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত ভাতিজা ফয়সাল হোসেন খান আত্মগোপনে রয়েছেন। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে অভিযুক্ত ফয়সালের বাবা ফরহাদ হোসেন খানকে আটক করেছে পুলিশ।
তথ্যের সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার জানান, আবুল কাশেম ও ফরহাদ হোসেন সম্পর্কে সৎ ভাই। তাদের মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে।
সকালে বিরোধীয় জমির গাছ কাটতে যান আবুল কাশেম। তখন সৎ ভাইয়ের ছেলে ফয়সাল তাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করা হয়েছে। এই অভিযোগে একজনকে আটক করা হয়।
দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওসি।
বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এমএস/আরআর