ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র শুভেচ্ছা বিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র শুভেচ্ছা বিনিময়

দিনাজপুর: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান দোলযাত্রা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে শুভেচ্ছা বিনিময় করেছে দুই দেশের সীমান্তরর্ক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সদস্যরা।

বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারের ১১নং সাব পিলারের কাছে চেকপোস্ট গেটের শূন্য রেখায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময়কালে বিএসএফ ভারত হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সংগ্রাম ও এনামুল হক পৃথকভাবে বাংলা হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার চানঁ মিয়ার হাতে মিষ্টির প্যাকেট উপহার দেন এবং কুশল বিনিময় করেন।

এ সময় সেখানে দুই বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

হিলি সিপি ক্যাম্প কমান্ডার চানঁ মিয়া বাংলানিউজকে জানান, সীমান্তের সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ অবস্থানে থেকে দুই বাহিনী যেন মিলে মিশে দায়িত্ব পালন করতে পারি, এজন্য প্রতিবছর ভারত-বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোয় মিষ্টিসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।