বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারের ১১নং সাব পিলারের কাছে চেকপোস্ট গেটের শূন্য রেখায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময়কালে বিএসএফ ভারত হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সংগ্রাম ও এনামুল হক পৃথকভাবে বাংলা হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার চানঁ মিয়ার হাতে মিষ্টির প্যাকেট উপহার দেন এবং কুশল বিনিময় করেন।
হিলি সিপি ক্যাম্প কমান্ডার চানঁ মিয়া বাংলানিউজকে জানান, সীমান্তের সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ অবস্থানে থেকে দুই বাহিনী যেন মিলে মিশে দায়িত্ব পালন করতে পারি, এজন্য প্রতিবছর ভারত-বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোয় মিষ্টিসহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এনটি