বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে নগর পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর উন্নয়ন’ শীর্ষক প্রকল্প নিয়ে আলোচনা হয়।
নগর পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি, প্যানেল মেয়র-২ রজব আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, কমিটির সদস্য ও ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, কমিটির সদস্য সচিব ও প্রধান প্রকৌশলী আশরাফুল হক। এছাড়া অন্যান্য কাউন্সিলর ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এসএস/এসএইচ