ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঘিওরে বাসচাপায় বাবা-ছেলে নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
ঘিওরে বাসচাপায় বাবা-ছেলে নিহত

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন।

নিহতেরা হলেন- ফরিদপুরের মধুখালি উপজেলার বাসিন্দা মোটরসাইকেল চালক ওবায়দুল হক (৩৫) ও তার চার বছরের ছেলে আব্দুল্লাহ। ওবায়দুল হক ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে ফরিদপুর যাচ্ছিলেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পুখুরিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন-উদ দৌলা বাংলানিউজকে জানান, মোটরসাইকেলযোগে ওবায়দুল হক তার ছেলেকে নিয়ে ফরিদপুর যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের পুখুরিয়া এলাকায় পৌঁছালে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এ ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ইয়ামিন-উদ দৌলা।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
কেএসএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।