বৃহস্পতিবার (২১ মার্চ) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এই রায় দেন।
আইনজীবীরা জানান, ২০১১ সালের ৯ নভেম্বর মহানগরীর দারুস সালাম মহল্লায় ভাড়াবাড়িতে পিয়াকে হত্যা করা হয়।
এ ঘটনায় ১১ নভেম্বর নিহতের ভাই শেখ হাসান সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা করেন। পরে মামলার আসামি রমজানকে গ্রেফতার করে পুলিশ।
একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এমআরএম/আরআর