ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
খুলনায় হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

খুলনা: খুলনা মহানগরীতে নাছিমা আক্তার পিয়া (২২) নামের এক তরুণীকে দেহ ব্যবসায় বাধ্য করা ও তাকে পরিকল্পিতভাবে হত্যা মামলায় রমজান ওরফে বড় বাবু নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ মার্চ) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম এই রায় দেন।

আইনজীবীরা জানান, ২০১১ সালের ৯ নভেম্বর মহানগরীর দারুস সালাম মহল্লায় ভাড়াবাড়িতে পিয়াকে হত্যা করা হয়।

দুইদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ১১ নভেম্বর নিহতের ভাই শেখ হাসান সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা করেন। পরে মামলার আসামি রমজানকে গ্রেফতার করে পুলিশ।

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা,  মার্চ ২১, ২০১৯
এমআরএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।