ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর আশকোনায় যুবকের মরদেহ উদ্ধার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
রাজধানীর আশকোনায় যুবকের মরদেহ উদ্ধার 

ঢাকা: রাজধানীর বিমানবন্দর থানাধীন আশকোনা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (২৪) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরের দিকে আশকোনা হাজী ক্যাম্পের পাশে আশিয়ান সিটি সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের বাংলানিউজকে বলেন, হাজী ক্যাম্পের ৩০০ গজ পূর্বে আশিয়ান সিটি সড়কে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।