বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উত্তরখানের রাজাবাড়ী এলাকায় এ সংঘর্ষ হয়। হৃদয়ের বাবার নাম কামাল হোসেন।
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বাংলানিউজকে জানিয়েছেন, বিকেলে রাজাবাড়ী এলাকার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে হৃদয় গুরুতর আহত হন। তাকে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে হৃদয়ের মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালটিতেই রয়েছে।
তবে কী কারণে এই সংঘর্ষ হয়েছে তার সঠিক কারণ এখনো জানা যায়নি বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এজেডএস/এসএ/এইচএ