ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে দুই পক্ষের সংঘর্ষে তরুণ নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
রাজধানীতে দুই পক্ষের সংঘর্ষে তরুণ নিহত প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর উত্তরখানে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে কামরুল হাসান হৃদয় (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৫টায় উত্তরখানের রাজাবাড়ী এলাকায় এ সংঘর্ষ হয়। হৃদয়ের বাবার নাম কামাল হোসেন।

তারা উত্তরখানের ফয়েদাবাদ এলাকায় থাকেন।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বাংলানিউজকে জানিয়েছেন, বিকেলে রাজাবাড়ী এলাকার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে হৃদয় গুরুতর আহত হন। তাকে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে হৃদয়ের মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালটিতেই রয়েছে।

তবে কী কারণে এই সংঘর্ষ হয়েছে তার সঠিক কারণ এখনো জানা যায়নি বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এজেডএস/এসএ/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।