বৃহস্পতিবার (২১ মার্চ) বিভাগীয় বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এই মামলায় ব্যাংকের ঋণ কর্মকর্তা নীল কমল মিত্র ও ঋণগ্রহীতা শ্যামা প্রসাদ ঘোষকে আসামি করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ২০১০ সালে ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজসে নগরীর কালিবাড়ি রোডের জেএস ট্রেডিংয়ের মালিক শ্যামা প্রসাদ ঘোষ ভুয়া সম্পত্তি জামিন রেখে ১৫ লাখ টাকা ঋণ নেন। ওই ঋণের জামিনদার ছিলেন মনিরুজ্জামান খান।
পরবর্তীতে ঋণের টাকা পরিশোধ না করায় ২০১৫ সালের ২৮ মে খুলনা থানায় মামলা হয়। দুদক এই মামলায় তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এমআরএম/আরআর