মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদিখানে পূর্ব শত্রুতার জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে চারজন টেটাবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে উপজেলার নন্দনকান্দা হাতরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার আতরপাড়া গ্রামের বাবু বেপারী ও শ্রীনগর উপজেলার খুইপাড়া গ্রামের শাহজাহান মিয়ার মধ্যে পূর্ব বিরোধ চলছিল।
বিকেলে শাজাহানের পক্ষের রাসেল নামে এক যুবক নন্দনকান্দা গ্রামে গেলে তাকে আটকে রেখে মারধর করতে থাকে বাবুর লোকজন। খবর পেয়ে শাহজাহানসহ তার লোকজন নন্দনকান্দা চৌরাস্তায় গেলে বাবুর লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে চারজন টেটাবিদ্ধসহ দু’পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এদের মধ্যে টেটাবিদ্ধ আজিম, শাজাহান বেপারী, শাহীন ও মামুনকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত বাবু বেপারী, জসিম, রাকিব, রাসেল, সালাহউদ্দিন ও জাহিদসহ বাকিদের শ্রীনগর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) হিমেল হোসাইন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা আছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ বাংলানিউজকে বলেন, দুই পক্ষের সন্দেহভাজন দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করাসহ বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।