ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে ২৫ মণ জাটকা জব্দ, জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
মুন্সিগঞ্জে ২৫ মণ জাটকা জব্দ, জরিমানা 

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ শহরে অভিযান চালিয়ে  ১০০০ কেজি (২৫ মণ) জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় পাঁচজনকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের খালইস্ট, সুপার মার্কেট ও পুলিশ লাইন্স এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাশিদ বিন এনাম।

অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাসসহ পুলিশ সদস্যরা।

বাংলানিউজকে নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, অভিযানে দুইটি সিএনজি অটোরিকশা ও কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে প্রায় ২৫ মণ জাটকা জব্দ করা হয়। এসময় চালক মো. সুজন, মো. রুবেল, মাছ বিক্রেতা দেলোয়ার হোসেন, মো. মোখলেছ ঢালী, মো. সোহেলকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেন বিচারক।

জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।