বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের খালইস্ট, সুপার মার্কেট ও পুলিশ লাইন্স এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাশিদ বিন এনাম।
অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাসসহ পুলিশ সদস্যরা।
বাংলানিউজকে নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, অভিযানে দুইটি সিএনজি অটোরিকশা ও কয়েকটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে প্রায় ২৫ মণ জাটকা জব্দ করা হয়। এসময় চালক মো. সুজন, মো. রুবেল, মাছ বিক্রেতা দেলোয়ার হোসেন, মো. মোখলেছ ঢালী, মো. সোহেলকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেন বিচারক।
জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এসআরএস