ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ককটেল ফাটিয়ে প্রবাসীর বাসা লুটের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
সিলেটে ককটেল ফাটিয়ে প্রবাসীর বাসা লুটের অভিযোগ তছনছ অবস্থায় বাসার মালামাল, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট নগরের দর্জিপাড়া এলাকায় দিনে-দুপুরে গুলিবর্ষণ-ককটেল ফাটিয়ে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর বাসায় লুটপাটের অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীরা স্বর্ণালঙ্কারসহ কমপক্ষে ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন প্রবাসী পরিবার।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে দর্জিপাড়ার যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ আব্দুল মতলিব কোরেশীর সৌরভ ৪৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। হামলাকারীদের হাতে আহত হয়েছেন প্রবাসীর ভাগ্নে সাদ উদ্দিন (২৬)।

তাকে গুরুতর অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ককটেল ও গুলির শব্দ শুনতে পেয়ে তার এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় স্কচটেপ মোড়ানো ৫/৬টি অবিস্ফোরিত ককটেল দেখতে পান। স্থানীয়দের ধারণা, যুক্তরাষ্ট্র প্রবাসী শাহ আব্দুল মতলিব কোরেশী গত ১৪ মার্চ সপরিবার দেশে এসেছেন। তাই হামলাকারীরা লুটপাটের টার্গেট করেই হামলা করেছে।

প্রবাসী শাহ আব্দুল মতলিব কোরেশীর দাবি প্রতিবেশী এনামের নেতৃত্বে ১০/১২জন গুলিবর্ষণ, ককটেল ফাটিয়ে প্রথমে আতঙ্ক সৃষ্টি করে। এরপর হামলাকারীরা ১৫ ভরি স্বর্ণলঙ্কার, নগদ ৮০ হাজার টাকা, ১০ মোবাইল ফোন ও দু’টি ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।  

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার জেদান আল মুছা বাংলানিউজকে বলেন, জমি-জমা নিয়ে এনামের সঙ্গে আগে থেকে প্রবাসী পরিবারের সঙ্গে বিরোধ চলছিলো। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই হামলার ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মার্চ ২১, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।