ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মারধর করে নারী মেম্বারের কান ছিঁড়ে ফেলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৯
মারধর করে নারী মেম্বারের কান ছিঁড়ে ফেলার অভিযোগ

সিরাজগঞ্জ: ভিজিডি কার্ডের ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়ন পরিষদের নারী সদস্য (মেম্বার) আলেয়া খাতুনকে মারপিট করে কান ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে ওই ইউপির চেয়ারম্যান আবদুল মতিন মন্ডলের বিরুদ্ধে।

বুধবার (২৭ মার্চ) দুপুরের দিকে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসের সামনের এ ঘটনা ঘটে। আহত নারী মেম্বার আলেয়া টাঙ্গাইলের নাগরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আলেয়ার ছেলে মিলন পাশা দাবি করেন, দুঃস্থদের উন্নয়নের জন্য বরাদ্দ ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি) কর্মসূচির কার্ডের ভাগ-বাটোয়ারা নিয়ে দুপুরে চৌহালী ইউপি চেয়ারম্যান আবদুল মতিন মন্ডলের সঙ্গে আলেয়ার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে ওই নারী মেম্বারকে বেধড়ক মারপিট করেন।  

এতে তার বাম হাত ভেঙে যায় এবং কানের লতি ছিড়ে প্রচুর রক্তক্ষরণ হয়। তখন স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে টাঙ্গাইলের নাগরপুর হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন নারী মেম্বার আলেয়া খাতুন বাংলানিউজের কাছে দাবি করেন, ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে চেয়ারম্যান তাকে বঞ্চিত রেখেছেন। তার নির্বাচনী এলাকার ভিজিডি কার্ডের ভাগ চাইলে চেয়ারম্যান মারপিট করে বাম হাত ভেঙে দিয়েছেন এবং কান ছিঁড়ে ফেলেছেন।  

এ সময় আরেক ইউপি সদস্য আরফান আলী চেয়ারম্যানকে সহযোগিতা করেন বলেও অভিযোগ করেন আলেয়া।  

তিনি আরও জানান, ভিজিডি কার্ডের ব্যাপারে বুধবারই ইউএনও অফিসে একটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

এদিকে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান মতিন মন্ডল বাংলানিউজকে বলেন, ভিডিজি কার্ডের কথা বলে ওই নারী সদস্যই জনসম্মুখে আমাকে কিল-ঘুষি দিয়ে জামার কলার ছিঁড়ে ফেলেছেন।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, বিষয়টি জেনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্রই দু’পক্ষ দু’দিকে চলে গেছে। থানায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবু তাহির বাংলানিউজকে বলেন, ভিজিডি কার্ডের ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।