শুক্রবার (২৯ মার্চ) ভোর রাতে উপজেলার রামভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাবিনা যশোরের শংকরপুরের সামটা গ্রামের ইসমাইল গাজীর মেয়ে।
নিহতের ভাই আবুল কাশেম বাংলানিউজকে জানান, ১২ বছর আগে সাবিনার সঙ্গে রামভদ্রপুর গ্রামের জিয়াদ আলীর ছেলে রিপন হোসেনের বিয়ে হয়। এরপর থেকে প্রায় সময় রিপন যৌতুক দাবি করে তার বোনকে মারপিট ও নির্যাতন করতেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোর রাতে সাবিনাকে বাঁশের লাঠি দিয়ে মারপিট করেন ও গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে রিপন। পরে এলাকাবাসী সাবিনাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কলারোয়া থানার পুলিশ পরিদর্শক জেল্লাল হোসেন বাংলানিউজকে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের স্বামী রিপন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এসআরএস