ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

৫ বছরে ১০০ টি বৈদেশিক মিশন খুলতে চাই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
৫ বছরে ১০০ টি বৈদেশিক মিশন খুলতে চাই

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রবাসীদের সেবার মান ও পরিমাণ বাড়াতে আগামী ৫ বছরে বাংলাদেশের ১০০ টি বৈদেশিক মিশন খুলতে চাই।

শুক্রবার (২৯ মার্চ) সিলেট শহরের একটি অভিজাত হোটেলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।  ড. এ কে আব্দুল মোমেনকে সংবর্ধনা দেওয়ার জন্য এ অনুষ্ঠানের আয়োজন করে সিলেট জেলা প্রেসক্লাব।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোন দেশে থেকে আমরা অথনৈতিক, বাণিজ্যসহ কি ধরনের সুবিধা পেতে পারি, সেখান থেকে কি ধরনের বিনিয়োগ আসতে পারে সে বিষয়ে বাংলাদেশের ৭৮টি বৈদেশিক মিশনকে ৩ বছরের পরিকল্পনা দিতে বলা হয়েছে। অধিকাংশ মিশন তাদের পরিকল্পনা জানিয়েছে। সরকার সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপে নেবে।

ড. মোমেন বলেন, সরকার খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসহ মৌলিক অধিকার প্রতিষ্ঠায় অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ বিবেচনায় আমি মনে করি, মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিলেট এলাকার শিক্ষার হার তুলনামূলক কম এর একটি কারণ অবকাঠামোর অভাব। এ জন্য সিলেটের ২৮টি কলেজে বিশেষ অনুদানের ব্যবস্থা করা হয়েছে। আমাদের নতুন প্রজন্মকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য সরকার ৫০০ মিলিয়ন ডলারের প্রজেক্ট হাতে নিয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিলেটের সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।