ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় স্কুলে পেট্রোল বোমা হামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
খুলনায় স্কুলে পেট্রোল বোমা হামলা

খুলনা: খুলনার বটিয়াঘাটা উপজেলার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।

দুর্বৃত্তরা তিনটি বোমা নিক্ষেপ করলে একটি ফেটে বিদ্যালয়ের টিনে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে এলাকাবাসীর তৎপরতা আগুন নিভে যায়।

পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট স্কুলে পৌঁছায়।

শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ৭টায় দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। বিদ্যালয়টিতে একটি ভোটকেন্দ্র। রোববার (৩১ মার্চ) বিদ্যালয়টিতে বটিয়াঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণের কথা রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান ময়না জানান, রাত সাড়ে ৭টার দিকে একদল যুবক বিদ্যালয়ের টিনসেড ভবনের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। একটি বোতল ফেটে গিয়ে টিনের ছাদে আগুন ধরে যায়। এলাকাবাসী বালি ও পানি ফেলে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন পায়নি। অবিস্ফোরিত দু’টি বোমা পুলিশ নিয়ে গেছে।

মহানগরের লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা ( ওসি) শফিকুল ইসলাম জানান, মহানগরের সীমান্তবর্তী স্কুলের টিনে কে বা কারা বোতল ছুড়ে মেরেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা দাহ্য পদার্থ। নির্বাচনকে নিয়ে উত্তেজনা ছড়াতে এটা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশসময়: ০০০৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।