শুক্রবার (২৯ মার্চ) রাত সোয়া ১০টার দিকে ওই মার্কেটের হাসান এন্টারপ্রাইজ নামক একটি প্লাস্টিকের দোকানে আগুনের সূত্রপাত হয়।
মার্কেটের লোকজন জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে ধোঁয়া বেরোতে থাকলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের উপ-সহকারী পরিচালক দিনমনি শর্মা বলেন, মার্কেটটিতে পূবালী ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠান ছিল। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনায় কেবল ওই দোকানের অন্তত ১২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যথায় বড় ধরণের ঘটনা ঘটতে পারতো। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, জানান ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এনইউ/ওএইচ/