ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটের উপশহরে সামাদ ম্যানশনে অগ্নিকাণ্ড, জনমনে আতঙ্ক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
সিলেটের উপশহরে সামাদ ম্যানশনে অগ্নিকাণ্ড, জনমনে আতঙ্ক আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্য, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট নগরের উপশহরে সামাদ ম্যানশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৯ মার্চ) রাত সোয়া ১০টার দিকে ওই মার্কেটের হাসান এন্টারপ্রাইজ নামক একটি প্লাস্টিকের দোকানে আগুনের সূত্রপাত হয়।

মার্কেটের লোকজন জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে ধোঁয়া বেরোতে থাকলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আগুন ছড়িয়ে পড়ার আগেই মার্কেটের অদূরে থাকা বিদ্যুৎ বিতরণ কেন্দ্র (সাবস্টেশন) থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে দমকল বাহিনীর দু‘টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের উপ-সহকারী পরিচালক দিনমনি শর্মা বলেন, মার্কেটটিতে পূবালী ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠান ছিল। আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনায় কেবল ওই দোকানের অন্তত ১২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যথায় বড় ধরণের ঘটনা ঘটতে পারতো। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০০৪১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।