শনিবার (৩০ মার্চ) ভোর ৫টা ৪৮ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন চারদিকে ছড়িয়ে না যায় সেজন্য ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নেভাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ।
চলতি বছরে চুরিহাট্টা ও বনানী ট্রাজেডির মতো অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মগ, বালতি দিয়ে অনেকে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শুনেছি শটসার্কিট থেকে আগুনের সূত্র ঘটেছে। ফায়ার সার্ভিস আসছে। এ মার্কেটে সব ধরনের কাগজের দোকান রয়েছে। আগুন মার্কেটের চারিদিকে ছড়িয়ে পড়ছে।
আরও বলেন, ফজরের নামাজের পরে আগুন লেগেছে। এখানে প্রচুর পানি সংকট রয়েছে।
স্কাউট ও বিভিন্ন স্বেচ্ছাসেবীরাও আগুন নেভানোর জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। সময় যতো গড়াচ্ছে আগুণের লেলিহান ছড়িয়ে পড়েছে। চারিদিকে কালো ধোঁয়াও ছেয়ে গেছে।
এরআগে ২০১৭ সালের ৩ জানুয়ারি গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। প্রায় দুই বছরের ব্যবধানে ফের ডিএনসিসি মার্কেটের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।
বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৯
এমআইএস/ওএইচ/